Nadia

Mar 16 2023, 13:28

ইটভাটার দেওয়াল চাপা পড়ে মৃত্যু শ্রমিকের, গুরুতর আহত তিন মহিলা সহ পাঁচজন,

নদীয়া : নদীয়ার চাপড়ায় ইটভাটার দেওয়াল চাপা পড়ে মৃত্যু শ্রমিকের, গুরুতর আহত তিন মহিলা সহ পাঁচজন, গুরুতর আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলো।

চাপড়ার তিলকপুরে ইটভাটার দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক মহিলা শ্রমিকের। মৃতের নাম সুমতি দেবী(৪৫)। তার বাড়ি ঝাড়খণ্ডে। এই ঘটনায় তিন জন মহিলা সহ আরও পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

জানা গিয়েছে আজ সকালে ওই শ্রমিকরা ইটভাটার ইট তোলার কাজ করছিলেন সেই সময় হঠাৎই দেওয়াল ধসে তাঁরা চাপা পড়েন। আশেপাশের লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। সুমতি দেবীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়।

Nadia

Mar 15 2023, 20:35

নদীয়ার কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়ের বাড়িতে দুষ্কৃতি হামলা, দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে কল্যাণী থানার সামনে বিক্ষোভ


ফের খবরের শিরোনামে কল্যাণী। কয়েকদিন ধরেই শহর তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কলহের জেরে খবরের শিরোনামে ছিলো কল্যাণী। এবার বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটলো। জানা গেছে, মঙ্গলবার রাতে একদল দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায় বিধায়কের বাড়িতে। বিধায়ক সে সময় বাড়িতে না থাকলেও তাঁর পরিবার ও সন্তানরা ছিলেন। কর্তব্যরত নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় দুষ্কৃতীরা চম্পট দেয়।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিধায়কের অনুরাগীরা কল্যাণী থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা। পরে কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিধায়কের অনুরাগীদের তরফে। পুলিশের আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

Nadia

Mar 15 2023, 19:41

ভারত থেকে বাংলাদেশে পাচারের আগেই বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ গ্রেফতার এক যুবক


ভারত থেকে বাংলাদেশে ফেন্সিডিল পাচারের সময় এক যুবককে হাতেনাতে ধরল চাপড়া থানার পুলিস। ধৃতের নাম সাদিকুল মণ্ডল। তার বাড়ি চাপড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হাটখোলা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবক ও তার এক সঙ্গী একটি মোটর বাইকে চেপে দুটি বস্তা ভর্তি ফেন্সিডিল নিয়ে চাপড়া থেকে হাটখোলার সীমান্তের দিকে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল।

গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার পুলিস মধুপুরের কাছে তাদের আটক করে। পুলিশ দেখে অপর যুবক পালিয়ে গেলেও ওই যুবক ধরা পড়ে যায়। বস্তায় তল্লাশি চালিয়ে প্রায় ৬০০বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

Nadia

Mar 15 2023, 16:10

পঞ্চায়েত নির্বাচনের আগে নদীয়ার চাপড়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক


নদীয়া:একটি দেশি পাইপগান ও এক রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চাপড়া থানার পুলিস। ধৃতের নাম বিকাশ বিশ্বাস। তার বাড়ি চাপড়ার তিলকপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালায় চাপড়া থানার পুলিস।

বাড়িতে তল্লাশি চালিয়ে বিছানার তলা থেকে গুলি ভর্তি একটি দেশি পাইপগান উদ্ধার হয়। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি ওই ব্যক্তি এর আগেও একাধিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল। ধৃতকে বুধবার কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হবে।

Nadia

Mar 15 2023, 16:05

অভিভাবকরা বিক্ষোভ দেখালেন নদীয়ার নাকাশিপাড়ার ললিতা শ্রীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ে


নদীয়া: সময় মত স্কুলে আসেন না শিক্ষিকা, দীর্ঘদিন বন্ধ মিড ডে মিলে রান্না, নোংরা জরাজীর্ণ ছাত্রীদের শৌচালয়। দেয়া হয়নি সবুজ সাথীর সাইকেল। একাধিকবার স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও কোন সুরাহা না হওয়ায় আজ ক্ষিপ্ত অভিভাবকরা বিক্ষোভ দেখালেন নদীয়ার নাকাশিপাড়া থানা এলাকার ললিতা শ্রীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ে। লক টাউনের সময় পঞ্চাশ কুইন্টাল চাল ফেলে দেয়ার অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে।

এমনকি একাধিক ছাত্রীকে টিসি নিতে বলা হচ্ছে বলেও অভিযোগ করেন অভিভাবকরা। তাদের বক্তব্য দীর্ঘদিন বন্ধ করে রেখেছে ছাত্রীদের ছাত্রাবাস। অথচ খাতায়-কলমে 100 শতাংশ উপস্থিতি দেখানো হচ্ছে। এরকম একাধিক অভিযোগ নিয়েই আজ ক্ষিপ্ত এলাকাবাসী সহ অভিভাবক অভিভাবকেরা বিক্ষোভ দেখালেন এই স্কুলে।

অবশেষে নাকাশীপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিভাবকদের সঙ্গে কথা বলে তালা খুলে উদ্ধার করা হয়, প্রধান শিক্ষিকা সহ বাকি শিক্ষিকাদের। এই ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।

Nadia

Mar 15 2023, 13:51

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 15.03.2023.


AITC leader Debasis Ganguly interacts with the officials of a school in Swarupganj Gram Panchayat, Nabadwip Block, as part of the Anchale Ek Din initiative of Didir Suraksha Kawach campaign at Nadia.

Nadia

Mar 14 2023, 13:53

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই বাইক দুর্ঘটনায় গুরুতর আহত ছাত্রী, দিতে পারল না উচ্চমাধ্যমিক পরীক্ষা


পরীক্ষা দিতে যাওয়ার পথে বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হলো এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আহত ওই পরীক্ষার্থীর নাম সাহানি পারভিন। তার বাড়ি কালীগঞ্জ থানার রাউতাড়া এলাকায়। কামারি হাইস্কুলে তার সিট পড়েছিল।

এদিন সে স্বামীর সঙ্গে বাইকে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিল। অনন্তপুর মোড়ে বাইকের ব্রেক কষলে সে বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে কালীগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেন।

Nadia

Mar 13 2023, 16:30

নদীয়ার কৃষ্ণগঞ্জের নাঘাটাতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক যুবক


নদীয়া: বোনের সংসার বাঁচাতে দাদার গলায় দড়ি।গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক যুবক । ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জের নাঘাটা এলাকায় । আত্মঘাতী যুবকের কাছ থেকে পাওয়া গেছে একটি সুইসাইড নোট।সুইসাইড নোটে লেখা জ্বলজ্বল করছে বোনের সংসার বাঁচাতেই আত্মঘাতী।পরিবার সূত্রে জানা গেছে ঘটা করে বিয়ে দেওয়া হয়েছিল বোনের হাঁসখালি এলাকায়।বিয়ের পর থেকেই বোনাই বোনের উপর অত্যাচার করত তার স্বামী। মাঝে মাঝেই বাড়ি থেকে জিনিসপত্র এবং টাকা-পয়সা আনার জন্য চাপ দিত বোন প্রতিমাকে।

প্রতিমা বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়, বাবা দিনমজুর, রাজেশ নিজে মার্বেল লেবারের কাজ করতো।রাজেশের কাছ থেকে মাঝে মাঝেই টাকা নিতো তার বোনের স্বামী ।কোন,কোন সময় স্বামীর কথা রাখতে পারতো না স্ত্রী । আর স্বামীর কথা না রাখলেই কপালে জুটতো মার । এমনকি এক সময় মারধরের অত্যাচার সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা ও চেষ্টা করে। কোনরকমে সে যাত্রায় প্রাণী বেঁচে যায় বোন প্রতিমা। 

 গতকাল পঞ্চম দল উপলক্ষে মাজদিয়ার ভাজন ঘাটে মেলা বসেছিল । সেই মেলায় গিয়েছিল প্রতিমার দাদা, রাজেশ দে ২৩।আজ ঘর থেকে দেখতে পাওয়া যায় রাজেশের ঝুলন্ত মৃতদেহ।পরিবারের লোকজন কৃষ্ণগঞ্জ থানায় খবর দেয় । কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এসে মৃত দেহটি উদ্ধার করে নিয়ে যায় থানায়। ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানোর আগে পুলিশ তার বডি চেকআপ করে । বডি চেকআপ করতেই পাওয়া যায় সুইসাইড নোট । সুইসাইড নোটে সে লিখেছে,তার মৃত্যুর জন্য রাজেশের বোনের আমি দায়ী। মৃত রাজেশের বাবা কৃষ্ণগঞ্জ থানায় জামাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ।

অভিযোগে মৃত্যুর জন্য তার জামাইকেই দায়ী করা হয়েছে । কৃষ্ণগঞ্জ থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায় । পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগ জমা পেয়ে পড়েছে ,এবং জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদিও পলাতক অভিযুক্ত জামাই।

Nadia

Mar 13 2023, 16:18

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 13.03.2023.


AITC leader Debasis Ganguly interacts with a vegetable vendor during Didir Suraksha Kawach campaign in Saguna gram panchayat, Kalyani Block at Nadia.

Nadia

Mar 13 2023, 16:16

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 13.03.2023.


AITC leader Pramatha Ranjan Bose interacts with the officials of a school in Mayapur Bamanpukur-I gram panchayat, Nabadwip Block, as part of the Anchale Ek Din initiative of Didir Suraksha Kawach campaign at Nadia.